নোয়াখালীতে নির্বাচনী সহিংসতার বলি আনসার সদস্য

সিল্কসিটিনিউজ ডেস্ক:

আজ দুপুর ১২টার সময় নোয়াখালী ৩ (বেগমগঞ্জ) আসনের গোপালপুর ইউনিয়নের তুলাচাড়া প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে এক আনসার সদস্য নিহত হয়েছেন।

নিহত আনসার সদস্যের নাম নূর উন নবী (৩০)।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, সকাল থেকেই উপরি-উক্ত ভোটকেন্দ্রটি দখল করা নিয়ে আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। বেলা ১২টার দিকে তা সংঘর্ষে রূপ নেয়। শুরু হয় দুই পক্ষের মাঝে গুলিবিনিময়। এই গুলিবিনিময়ের মধ্যে পড়ে দায়িত্বরত আনসার সদস্য নূর উন নবী গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায়।

কেন্দ্রের প্রিসাইডিং অফিসার ডা, সুচয়ন চৌধুরী জানান, সকাল থেকেই উত্তেজনা বিরাজ করছিল। মাঝে মাঝে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহলদল এলে দুই পক্ষের সমর্থকরা সরে যাচ্ছিল। বেলা ১২টার দিকে সংঘর্ষ শুরু হলে আনসার সদস্য গুলিবিদ্ধ হন। তাঁকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

বর্তমানে কেন্দ্রটিতে ভোটগ্রহণ স্থগিত আছে।