তানোরে বিএনপি সমর্থকদের কেন্দ্রে যেতে বাধা

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীর তানোরে কেন্দ্রে কেন্দ্রে বিএনপি সমর্থকদের বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। রবিবার সকালে ভোট গ্রহন শুরু হলেও বেলা বাড়ার সাথে সাথে প্রতি কেন্দ্রে ভোটারদের উপস্থিতি বাড়তে থাকে। পরে আওয়ামীলীগের নেতাকর্মীরা বিএনপির সমর্থকদের বাধা দিতে থাকে বলে অভিযোগ দলটির।

জানা যায়, তানোর বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সামনে বেলা ১১ টা থেকেই লাঠিসোটা হাতে দাড়িয়ে থাকে নৌকা প্রতিকের সমর্থকেরা। এ সময় ধানের শীষ প্রতিকের সমর্থকেরা ভোট কেন্দ্রে যেতে চাইলে তাদের বাধা প্রদান করা হয়। পরে সেখানে দুই দলের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে কয়েক রাউন্ড ফাকা গুলি ছোড়ে পুলিশ। আতঙ্ক বিরাজ করতে থাকে জনমনে। ফলে বিএনপি সমর্থকদের পাাশাপাশি সাধারণ ভোটাররাও ভোট কেন্দ্রে যেতে হিমসিম খাচ্ছেন।

একই অবস্থা বিরাজ করছে তানোরের মাদারীপুর, তালন্দ, কলমা, চাপড়া, হরিপুর ইউনিয়নের বিভিন্ন কেন্দ্রে। অনেক কেন্দ্রের ভোট প্রদান বন্ধ করে দেয়াসহ কেন্দ্রে তালা ঝুলানো হয় তালা।

পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রিজাইডিং অফিসার চৌধুরী গোলাম রাব্বি বলেন, কোন ভোট কেন্দ্র বন্ধ হয়নি।  ভোটাররা আসছে ভোট দিচ্ছে। নির্ধারিত সময় পর্যন্ত ভোট গ্রহন চলবে।