নোবিপ্রবির শিক্ষিকা তৃষার বিরুদ্ধে অভিযোগ: প্রকাশিত সংবাদের প্রতিবাদ

সিল্কসিটি নিউজ ডেস্ক:

‘নোবিপ্রবির শিক্ষিকা তৃষার বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা ও অসদাচরণের অভিযোগ’ শিরোনামে গত ৫ মার্চ অনলাইনে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস (এমআইএস) বিভাগের সহকারী অধ্যাপক তৃষা সাহা।

তার পক্ষে আইনজীবী আর কে পল রাজেশ এক প্রতিবাদপত্রে সংবাদটি উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে বলেছেন, ‘সংবাদে আমার মক্কেলের বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে তার স্বপক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি। সম্মানহানির উদ্দেশ্যে মিথ্যা, বানোয়াট ও মনগড়া রিপোর্ট প্রকাশ করা হয়েছে।’

আইনজীবী রাজেশ আরও বলেন, ‘প্রকাশিত সংবাদে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক জিয়াউল হক তৃষার বিরুদ্ধে যে বক্তব্য দিয়েছেন তা সম্পূর্ণ মিথ্যা। তিনি আমার মক্কেলের ওপর ক্ষুব্ধ হয়ে এ ধরনের বক্তব্য দিয়েছেন।’ সূত্র: যুগান্তর