নেসকোর প্রিপেইড মিটার বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল-সমাবেশ

নিজস্ব প্রতিবেদক:


নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি-নেসকোর প্রিপেইড মিটার সংযোগের সিদ্ধান্ত বাতিলের দাবিতে রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা ১১ টায় রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নগরীর জাদুঘর মোড় এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল নেসকোর প্রধান কার্যালয়ের সামনে গিয়ে কার্যালয় ঘেরাও করে। এসময় রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দ প্রিপেইড মিটার বাতিল করে ডিজিটাল মিটার স্থাপনের জোর দাবি জানান।

বিক্ষোভ সমাবেশ চলাকালে বক্তব্য দেন- রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সভাপতি লিয়াকত আলী, সাধারণ সম্পাদক জামাত খান, রাজশাহী মহানগর ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক দেবাশীষ প্রামাণিক প্রমুখ।

এসময় বক্তারা বলেন, নেসকোর প্রি-পেইড মিটার স্থাপনের নামে গ্রাহকদের সাথে প্রতারণা করছে। এনালগ মিটার ছিল, পরে ডিজিটাল মিটারের কথা বলে গ্রাহকদের সাথে কোন ধরনের গণশুনানির না করেই প্রি-পেইড মিটার স্থাপন করছে নেস্কো। যা গ্রাহকদের সাথে বড় ধরনের প্রতারণা। অবিলম্বে নেসকোর এই প্রি-পেইড মিটার স্থাপনের হটকারী সিদ্ধান্ত বাতিলের দাবি জানান নেতৃবৃন্দ।