নেপালের চলচ্চিত্র উৎসবে রাজশাহীর নির্মাতা চয়নের দুটি চলচ্চিত্র

নিজস্ব প্রতিবেদক:

নেপালের চলচ্চিত্র উৎসবে জায়গা করে নিয়েছে রাজশাহীর চলচ্চিত্র নির্মাতা শাহারিয়ার চয়নের চিত্রগ্রহণকৃত দুটি চলচ্চিত্র।

ফার্স্ট নেপাল কালচারাল ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল’ নামের ওই উৎসব আগামীকাল শুক্রবার দেশটির স্থানীয় সময় বেলা ১১টায় এ আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। চলবে আগামী ২৬ নভেম্বর মঙ্গলবার পর্যন্ত।

এ চলচ্চিত্র উৎসবে বাংলাদেশসহ বিশ্বের মোট ১৪টি দেশের ৫টি বিষয় ভিত্তিক ২৯টি সিনেমা প্রদর্শনীর অনুমোদন পেয়েছে। চলচ্চিত্রের ক্যাটাগরিগুলো হলো, বেষ্ট ফিচার্ড মুভি, বেষ্ট ডকুমেন্টারি, শর্ট ফ্লিম, ওম্যান ফ্লিম এবং চিলড্রেণ মুভি।

যার মধ্যে রাজশাহীর চলচ্চিত্র নির্মাতা শাহারিয়ার চয়নের সিনেমাটোগ্রাফির দুটি চলচ্চিত্র ওম্যান ক্যাটাগরিতে নাহিদা সুলতানার ঘুড়ি ও বগুড়ার সুপিন বর্মার দ্য রিবেল অফ মাইন্ড রয়েছে।

এছাড়া বেষ্ট ফিাচর্ড ক্যাটাগরিতে রাজশহীর আহসান কবিরের এ জার্নি দ্য রোট ও চিলড্রেন মুভি ক্যাটাগরিতে ঢাকার হেমন্ত সাদিকের এ লেটার অফ গড।

এবিষয়ে নির্মাতা শাহরিয়ার চয়ন বলেন, চলচ্চিত্রে পরিচালনার পাশাপাশি চিত্রগ্রহণের কাজ করে যেতে চাই।

স/শা