নেতৃত্ব এসেই প্রথম ম্যাচে ইতিহাস গড়লেন হার্দিক পান্ডিয়া

সিল্কসিটি নিউজ ডেস্ক:

আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে অধিনায়কত্ব পেয়েই বাজিমাত করলেন হার্দিক পান্ডিয়া। রোববার রাতে তার নেতৃত্বে খেলে প্রথম ম্যাচে ৭ উইকেটের সহজ জয় পেয়েছে ভারত।

এরই সঙ্গে ইতিহাস গড়লেন হার্দিক, যা ভারতের আর কোনো অধিনায়কের নেই।অলরাউন্ডার এ ক্রিকেটার নেতৃত্বের দায়িত্বের মাঝেও বল করতে ভুলেননি। দুই ওভার বোলিং করে ২৬ রান খরচায় ১ উইকেট নিয়েছেন হার্দিক।

হার্দিকের আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে (১৬৪ ম্যাচে) ভারতের কোনো অধিনায়ক উইকেট নিতে পারেননি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ভারতের নবম অধিনায়ক হার্দিক।

তার আগে ভারত দলের নেতৃত্ব দিয়েছেন— বীরেন্দ্র শেবাগ, মহেন্দ্র সিং ধোনি, সুরেশ রায়না, বিরাট কোহলি, রোহিত শর্মা, অজিঙ্কা রাহানে, শিখর ধাওয়ান ও রিষভ পন্ত। তাদের কেউ-ই উইকেট নিতে পারেননি।

ডাবলিনের মালাহিডে বৃষ্টি বিঘ্নিত ম্যাচের দৈর্ঘ্য কমে আসে ইনিংসপ্রতি ১২ ওভারে। আগে ব্যাট করে ১০৮ রান সংগ্রহ করে আয়ারল্যান্ড।
জবাবে দুই ওপেনার ইশান কিশান ও দীপক হুদার ঝড়ে ৩ উইকেট হারিয়ে মাত্র ৯.২ ওভারে জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত।

সূত্র: যুগান্তর