রাণীনগরে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে কর্মশালা

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর রাণীনগর উপজেলায় মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের যৌথ আয়োজনে পরিষদ অডিটোরিয়ামে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইনের সভাপতিত্বে ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক সামছুল আলমের সঞ্চালনায় কর্মশালায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ হাফিজুর রহমান, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক আব্দুল্লাহিল বাকী, রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সেলিম রেজা, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা বেগম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা কেএইচএম ইফতেখারুল আলম খান প্রমুখ।

কর্মশালায় অংশগ্রহনকারী উপজেলা প্রশাসন, পুলিশ বিভাগ, মাদকবিরোধী স্বেচ্ছাসেবী কমিটি, রাজনীতিবিদ, সাংবাদিক, শিক্ষক, ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য, এনজিও কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিরা স্থানীয় পর্যায়ে মাদক নির্মূলে বিভিন্ন সুপারিশ প্রণয়ন করেন।

এস/আই