নেতিবাচক অভিযোগেই বাদ আল-আমিন

সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:

আল-আমিনকে নিয়ে বিতর্কটা আরও বেড়েছে। দিন কয়েক আগে ‘শৃঙ্খলা ভঙ্গের’ কারণ দেখিয়ে তাকে জরিমানা করেছে বিসিবি। সব মিলিয়ে তাই তার ওপর আগে থেকেই নজর ছিল না নির্বাচকদের।

২২ জনের স্কোয়াডে আগেই ছিলেন না আল-আমিন হোসেন। বুধবার যখন শফিউল ইসলামের ইনজুরির খবরটা জানা গেল, তখন থেকে আল-আমিন ও কামরুল ইসলামের নামটা ঘুরে ফিরে আসছিল। রাত ৮টার দিকে অবশ্য জানা গেল শফিউলের বদলে কামরুলই যাচ্ছেন অস্ট্রেলিয়াতে।

কামরুলকে নেওয়ার ব্যাখ্যা দিতে গিয়ে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বলেছেন, ‘রাব্বি (কামরুলের ডাক নাম) কয়েকদিন আগে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলেছে। অন্য সবার থেকে সে এগিয়ে ছিল। এ জন্য রাব্বিকে নেওয়া হয়েছে।’

আল-আমিনকে নিয়ে সম্প্রতি বিতর্কটা আরও বেড়েছে। দিন কয়েক আগে ‘শৃঙ্খলা ভঙ্গের’  কারণ দেখিয়ে তাকে জরিমানা করেছে বিসিবি। তার চুক্তির ৫০ ভাগ জরিমানা দিতে হবে। সেই হিসেবে প্রায় সাড়ে ১২ লাখ টাকা জরিমানা গুনতে হচ্ছে এই পেসারকে। সব মিলিয়ে তাই আল-আমিনের ওপর আগে থেকেই নজর ছিল না নির্বাচকদের।

সেটা শফিউলের পরিবর্তে কামরুলকে দলে নেওয়ার পর আরও স্পষ্ট হলো। আল-আমিনকে না নেওয়ার প্রসঙ্গে প্রধান নির্বাচক বলেছেন, ‘আল-আমিনের বিষয়ে আমরা অনেক নেতিবাচক অভিযোগ পেয়েছি। এজন্য ওকে আমরা বিবেচনায় আনিনি। টিম ম্যানেজমেন্ট ও সবার সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

সূত্র: বাংলা ট্রিবিউন