নেইমারের নিষেধাজ্ঞা কমল

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ম্যাচ রেফারিকে কটূক্তি করার অভিযোগে নেইমারকে তিন ম্যাচ নিষিদ্ধ করেছিল উয়েফা। সঙ্গত কারণে চ্যাম্পিয়নস লিগে তিন ম্যাচে খেলতে পারতেন না তিনি।

অবশেষে তার নিষেধাজ্ঞা কমিয়েছে ইউরোপের ফুটবল নিয়ন্ত্রণকারী সংস্থা। তিন থেকে সেটি করা হয়েছে দুই ম্যাচ।

গেল ৬ মার্চ ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে গুরুত্বপূর্ণ সময়ে বেশ কয়েকটি সিদ্ধান্ত নেয় রেফারি। সবকটি যায় পিএসজির বিপক্ষে।

একে ‘কলঙ্কজনক’ বলে আখ্যায়িত করেন নেইমার। পরে তদন্তে নামে উয়েফা। অবশেষে ম্যাচ রেফারিদের নিয়ে তার এ রূপ ভাষ্যকে অপমানজনক বলে মনে করে সংস্থা। ফলে তাকে চ্যাম্পিয়নস লিগে তিন ম্যাচ নিষিদ্ধ করে তারা।

উয়েফার এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করে পিএসজি। সেই পরিপ্রেক্ষিতে তিন ম্যাচের নিষেধাজ্ঞা কমিয়ে তা দুই ম্যাচ করা হয়েছে।

ফলে সামনে রিয়াল মাদ্রিদ ও গ্যালাতাসারের বিপক্ষে খেলতে পারবেন না নেইমার। তবে ২২ অক্টোবর ব্রাজেসের বিপক্ষে নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফিরতে পারবেন তিনি।