নেইমারকে ছাড়াই ফরাসি সুপার কাপের চ্যাম্পিয়ন পিএসজি

সিল্কসিটিনিউজ ডেস্ক:

নেইমারকে ছাড়াই রেনেকে ২-১ ব্যবধানে হারিয়ে ফরাসি সুপার কাপের শিরোপা ঘরে তুলল পিএসজি। এই ম্যাচে পিএসজির হয়ে খেলতে পারেননি বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার নেইমার। কারণ দর্শক পিটিয়ে তিন ম্যাচের জন্য নিষিদ্ধ হন। এর পরও কিলিয়ান এমবাপ্পে ও আনহেল ডি মারিয়ার গোলে চ্যাম্পিয়ন হলো প্যারিসের এই দলটি।

গতকাল শনিবার চীনের শেনচেনে অনুষ্ঠিত এ ম্যাচে শুরুটা ভালো হয়নি পিএসজির। কারণ ১৩ মিনিটেই রেনের অ্যাদ্রিয়েন হুনো গোল করে দলকে এগিয়ে দেন।

তবে বিরতির পর নিজেদের ছন্দ ফিরে পায় পিএসজি। দ্বিতীয়ার্ধের ৫৭ মিনিটে পিএসজিকে সমতায় ফেরান এমবাপে। টিলো কেরারের বাড়ানো বল দারুণ শটে প্রতিপক্ষের জালে পাঠান বিশ্বকাপজয়ী এই ফুটবলার।

এরপরে ৭৩তম মিনিটে ফ্রি-কিকে দলকে জয়সূচক গোল এনে দেন আর্জেন্টাইন তারকা আনহেল ডি মারিয়া।

ফরাসি সুপার কাপে এ নিয়ে টানা সাতবার চ্যাম্পিয়ন হলো পিএসজি। আর মোট শিরোপা ঘরে তুলেছে নয়বার।