মঙ্গলবার , ১৪ জুলাই ২০২০ | ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

নুরুল ইসলাম হাজার হাজার মানুষের কর্মসংস্থানের কারিগর: ডা. জাফরুল্লাহ

Paris
জুলাই ১৪, ২০২০ ১২:৫৯ অপরাহ্ণ

দেশের অন্যতম বৃহৎ শিল্পগ্রুপ যমুনা গ্রুপের চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাষ্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।


এই শোক বার্তায় এই মুক্তিযোদ্ধা বলেন, স্বাধীনতার পর বাংলাদেশে বৃহৎ শিল্প প্রতিষ্ঠান গড়ার এবং হাজার হাজার মানুষের কর্মসংস্থানের কারিগর কর্মবীর নুরুল ইসলামের অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।

শোক বার্তায় ডা. জাফরুল্লাহ চৌধুরীর আরও বলেন, বাংলাদেশের শিল্প উন্নয়নে নুরুল ইসলামের বিশাল ভূমিকা রয়েছে। একজন কৃতি ব্যবসায়ী হিসাবে তিনি মানুষের কল্যাণে বিভিন্ন উন্নয়নমূলক ও সমাজসেবামূলক নানা জনহিতকর কাজে নিজেকে নিয়োজিত রাখেন। বিশেষ করে তিনি তার মেধা দক্ষতা ও পরিশ্রমের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নে ও মানুষের কর্মসংস্থান তৈরিতে আধুনিক চিন্তার সাহসী উদ্যোক্তা। তার প্রতিষ্ঠিত যমুনা শিল্প গ্রুপে ৫০ হাজার মানুষ কাজ করছেন।

দেশের এই বিশিষ্ট ব্যবসায়ী ও গুণী মানুষটির ইহলোক ত্যাগে ডা. জাফরুল্লাহ চৌধুরী গভীরভাবে শোকাভিভূত। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকার্ত পরিবারবর্গ, গুনগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান। আল্লাহ যেন তাকে বেহশত নসীব করেন সেই দোয়া করেন ডা. জাফরুল্লাহ চৌধুরী।

 

সুত্রঃ যুগান্তর

সর্বশেষ - জাতীয়