নওগাঁ

নিয়ামতপুরে পহেলা বৈশাখ বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর নিয়ামতপুরে ‘পহেলা বৈশাখ’ বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ এপ্রিল) বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোসা. নাদিরা বেগম, অফিসার ইন চার্জ হুমায়ুন কবির।

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস সালাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার তরিকুল ইসলাম, সহকারী প্রকৌশলী (বিএমডিএ) মতিউর রহমান, উপজেলা খাদ্যনিয়ন্ত্রক পারভেজ আনোয়ার, বিআরডিবি অফিসার কাইয়ুম, ভাবিচা ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব ওবাইদুল হক, নিয়ামতপুর সদর ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব বজলুর রহমান নঈম, রসুলপুর ইউনিয়ন চেয়ারম্যান মোতালেব হোসেন বাবর, পাড়ইল ইউনিয়ন চেয়ারম্যান সৈয়দ মুজিব গেন্দা, শ্রীমন্তপুর ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম, বাহাদুরপুর ইউনিয়ন চেয়ারম্যান মামুনুর রশীদ মামুন।

সভায় আগামী ১৪ এপ্রিল ১লা বৈশাখ বাংলা নববর্ষ উদযাপনের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ হতে ব্যাপক কর্মসূচী গ্রহন করেছেন। কর্মসূচীর মধ্যে রয়েছে বর্ণাঢ্য র‌্যালি, বাংলার ঐতিহ্য লোকজ মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, নববর্ষ ও বঙ্গবন্ধুর উপর কুইজ প্রতিযোগিতা, লাঠি খেলা, বাংলার ঐতিহ্য চাঁপাইনবাবগঞ্জের নানা নাতীর গম্ভিরা।

জি/আর