নিয়ামতপুরে আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস পালিত

নিয়ামতপুর  প্রতিনিধি:
“আপনার অধিকার, আপনার কর্তব্য; দূর্নীতিকে না বলুন” এই প্রতিপাদ্যে নওগাঁর নিয়ামতপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস।
৯ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদের মেইন গেটের সামনে মানববন্ধনের মধ্য দিয়ে দিবসটির শুভ সূচনা করা হয়। মানববন্ধনে অংশ গ্রহন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ, নওগাঁ জেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য আবেদ হোসেন মিলন, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা বিমল চন্দ্র প্রামানিক।
মানববন্ধ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে দিবসটি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা বিমল চন্দ্র প্রামানিক, উপজেলা শিক্ষা অফিসার শহিদুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তরিকুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফার ইয়াসমিন, উপজেলা রির্সোস সেন্টারের ইন্সট্রাক্টর তমা চৌধুরী প্রমূখ।
প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ বলেন, দুর্নীতি বৈশ্বিক সমস্যা বলেই বিশ্বব্যাপী এ দিবসটি পালন হচ্ছে। এদেশে দিবসটি সরকারিভাবে পালন হতো না। ২০১৬ সালের ডিসেম্বর মাসে কমিশন সরকারিভাবে পালনের উদ্যোগ গ্রহণ করা হয়। সরকার দূর্নীতি দমন কমিশনের প্রস্তাবটি আমলে নিয়ে ২০১৭ সাল থেকেই এ দিবসটি সরকারিভাবে পালিত হচ্ছে। দিবসটি সরকারিভাবে পালন করার সিদ্ধান্ত নেওয়ায় দুর্নীতির বিরুদ্ধে বাংলাদেশের দৃঢ় অবস্থান আরও সুস্পষ্ট ও সুদৃঢ় হয়েছে।