নিলামে উঠছে নেপোলিয়নের টুপি

ফরাসি বীর নেপোলিয়ন বোনাপার্ট-এর ব্যবহৃত ঐতিহাসিক একটি টুপি নিলামে তোলা হচ্ছে। জানা গেছে, বিরল ওই টুপির মূল্য নির্ধারণ করা হয়েছে ছয় লাখ ইউরো।

বিশেষজ্ঞদের ধারণা, নেপোলিয়ন এই টুপি ব্যবহার করেন ১৮০৭ সালে রুশ বাহিনীর বিরুদ্ধে সামরিক অভিযানে।

নেপোলিয়নের বীরত্বের কথা বিশ্ববাসীর জানা। তিনি বহু যুদ্ধে অংশ নিয়েছেন এবং জয়লাভ করেছেন। সম্প্রতি নিলামকারী একটি প্রতিষ্ঠান জানিয়েছে, নেপোলিয়নের ২০০ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার ব্যবহৃত কিছু জিনিস নিলামে তোলা হবে। এর মধ্যে রয়েছে তার ব্যবহার করা টুপি।

২০১৮ সালেও ওয়াটারলু যুদ্ধে ব্যবহৃত নেপোলিয়নের টুপি নিলামে তোলা হয়। এবার নিলামে উঠতে যাওয়া টুপি নিয়ে বেশ আগ্রহ দেখা গেছে মানুষের মধ্যে।

 

সুত্রঃ কালের কণ্ঠ