নির্বাচনে লড়ছেন গণমাধ্যমের ১৯ ব্যক্তিত্ব

সিল্কসিটি নিউজ ডেস্ক

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১ হাজার ৯৭০ জন প্রার্থীর মধ্যে ভোটের মাঠে আছেন দেশের গণমাধ্যমসংশ্লিষ্ট ১৯ ব্যক্তিত্ব। এদের মধ্যে ১১ জন আওয়ামী লীগ, ৭ জন স্বতন্ত্র, একজন জাতীয় পার্টি (জেপি) ও একজন জাতীয় পার্টির প্রার্থী হয়ে নির্বাচন করছেন।

যারা নৌকা প্রতীকে নির্বাচন করছেন

আরটিভির মালিক মোর্শেদ আলম নৌকা প্রতীক নিয়ে নোয়াখালী-২ আসনে প্রার্থী হয়েছেন।

জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি মুহম্মদ শফিকুর রহমান নৌকা নিয়ে লড়ছেন চাঁদপুর-৪ আসন থেকে।

ঢাকা-১৫ আসন থেকে মোহনা টেলিভিশনের মালিক কামাল আহমেদ মজুমদার নৌকা প্রতীকের প্রার্থী হয়েছেন।

গাজী টিভি ও অনলাইন সংবাদমাধ্যম সারাবাংলার মালিক গোলাম দস্তগীর গাজী নৌকা প্রতীক নিয়ে ভোটের মাঠে লড়ছেন নারায়ণগঞ্জ-১ আসন থেকে।

ভোরের কাগজের প্রকাশক সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী ঢাকা-৯ আসনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে দাঁড়িয়েছেন।

আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ঢাকা-২ আসনের সংসদ সদস্য কামরুল ইসলাম সংবাদভিত্তিক টেলিভিশন চ্যানেল সময় টিভির মালিকদের একজন।

বাংলা ট্রিবিউন ও ঢাকা ট্রিবিউন পত্রিকার মালিক কাজী নাবিল আহমেদ যশোর-৩ আসনে লড়েছেন নৌকা নিয়ে।

ঢাকা-১ আসন থেকে ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের মালিক সালমান এফ রহমান নৌকা প্রতীকে লড়ছেন।

বাংলাদেশ জার্নালের প্রকাশক ডা. আনোয়ার হোসেন খান নৌকা নিয়ে লড়ছেন লক্ষ্মীপুর-১ আসন থেকে।

স্বতন্ত্র প্রার্থী হয়েছেন যারা

জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ কুমিল্লা-৫ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন।

দৈনিক আমার সংবাদ ও ডেইলি পোস্ট সম্পাদক হাশেম রেজা স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটের মাঠে আছেন চুয়াডাঙ্গা-২ আসন থেকে।

দৈনিক সকালের সময়ের মালিক নুর হাকিম স্বতন্ত্র প্রার্থী হয়েছেন চুয়াডাঙ্গা-২ আসন থেকে।

ফরিদপুর-১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন অনলাইন সংবাদ মাধ্যম ঢাকা টাইমসের মালিক আরিফুর রহমান দোলন।

স্বতন্ত্র প্রার্থী হয়ে ঝিনাইদহ-১ আসনে লড়ছেন কালবেলার মালিক নজরুল ইসলাম দুলাল।

দেশের অন্যতম প্রাচীন পত্রিকা দৈনিক সংবাদের সম্পাদক ও প্রকাশক আলতামাশ কবীর স্বতন্ত্র প্রার্থী হিসেবে নরসিংদী-২ আসন থেকে ভোটের মাঠে লড়ছেন।

দৈনিক সমকাল ও চ্যানেল টোয়েন্টিফোরের মালিক শিল্পপতি একে আজাদ স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচনে লড়ছেন ফরিদপুর-৩ আসন থেকে।

অন্যান্য দলের প্রার্থী হয়েছেন যারা

দৈনিক ইত্তেফাকের মালিক আনোয়ার হোসেন মঞ্জু নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে নেমেছেন পিরোজপুর-২ আসন থেকে। তার দল জাতীয় পার্টি-জেপি।

দৈনিক যুগান্তর ও যমুনা টেলিভিশনের মালিক সালমা ইসলাম জাতীয় পার্টির প্রার্থী হয়ে লড়ছেন ঢাকা-১ আসন থেকে।

প্রসঙ্গত, মোট ১ হাজার ৯৭০ জন প্রার্থীদের মধ্যে মধ্যে দলীয় প্রার্থী রয়েছেন ৪৩৬ জন আর স্বতন্ত্র প্রার্থী ১৫৩৪ জন। এদের মধ্যে নারী প্রার্থী রয়েছেন অন্তত ৯৩ জন ও ক্ষুদ্র নৃগোষ্ঠীসহ অন্যান্য সম্প্রদায়ের প্রার্থী ৭৯ জন।

তফসিল অনুযায়ী, আগামী ৭ জানুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। গত ১৮ ডিসেম্বর প্রতীক বরাদ্দের পর থেকেই প্রার্থীরা ভোটের প্রচার চালাচ্ছেন। আগামী ৫ জানুয়ারি পর্যন্ত ভোটের প্রচারণা চলবে।