‘নিম্ন আদালত কেরানীগঞ্জে স্থানান্তর দরকার’

সিল্কসিটিনিউজ ডেস্ক:

নিম্ন আদালত কেরানীগঞ্জে স্থানান্তর প্রয়োজন বলে মনে করেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহা।

তিনি বলেছেন, ‘নিম্ন আদালত কেরানীগঞ্জে স্থানান্তর করা দরকার। কেননা পুরান ঢাকা থেকে আসামি নিয়ে যেতে ছিনতাইয়ের ঘটনা ঘটে। বন্দিদেরও অনেক কষ্ট হয়।’

সোমবার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার পরিদর্শন শেষে প্রধান বিচারপতি এ কথা বলেন।

তিনি বলেন, ‘কারা ফটকের সামনে থেকে প্রায় সময়ই আসামি ছিনতাইয়ের ঘটনা ঘটছে। পুরান ঢাকার যে আবস্থা, সেখান থেকে আসামি স্থানান্তর করা অনেকটা ঝুঁকিপূর্ণও। আর যদি কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগার সংলগ্ন নিম্ন আদালত স্থানান্তর করা যায় তাহলে আদালত ও কারা উভয় কর্তৃপক্ষের জন্যই মঙ্গলজনক হবে। এ জন্য চেষ্টা করা হবে। আর পুরান ঢাকার কারাগার থেকে এখানে বন্দিরা একটু ভাল আছে। কেননা জায়গার সংকট নেই।’

এর আগে সুরেন্দ্র কুমার সিনহা কারাগারের বিভিন্ন জায়গা ঘুরে দেখেন। প্রায় আধা ঘণ্টা কারাগারের ভেতর অবস্থান করার সময় তিনি বন্দিদের সঙ্গেও কথা বলেন।

তিনি বলেন, ‘কারাগারের ভেতরে যারা বন্দি আছেন তাদের সঙ্গে ভাল আচরণ করতে হবে। তাদের মানবাধিকার যেন লঙ্ঘিত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।’

সূত্র:রাইজিংবিডি