নিউজিল্যান্ডে ভালো সুযোগ দেখছেন মাহমুদউল্লাহ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

সীমিত ওভারের ক্রিকেটে বাংলাদেশ এখন অনেকটাই প্রতিষ্ঠিত শক্তিতে পরিণত হয়েছে। নিউজিল্যান্ড সফরে তাই ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশের ভালো সুযোগ দেখছেন অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ।

 

বিপিএল শেষ হতে না-হতেই বেজে উঠেছে নিউজিল্যান্ড সফরের দামামা। নিউজিল্যান্ডে উড়াল দেওয়ার আগে অস্ট্রেলিয়ায় নয় দিনের প্রস্তুতি ক্যাম্পের জন্য ২২ জনের ১৩ জন আজ রাতে সিডনির উদ্দেশে রওনা হবেন। বিপিএলের ফাইনালের কারণে দলকে দুই ভাগে যেতে হচ্ছে। ফাইনালে যারা নেই তারা রওনা হবেন আজ।

কাল রাজশাহী কিংসের কাছে হেরে বিপিএল শেষ হয়ে গেছে মাহমুদউল্লাহর খুলনা টাইটান্সের। তিনিও তাই আজ চড়ে বসবেন অস্ট্রেলিয়ার বিমানে। কাল ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে নিউজিল্যান্ড সিরিজ নিয়ে এক প্রশ্নের জবাবে মাহমুদউল্লাহ বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে মনে করি নিউজিল্যান্ডে আমাদের খুব ভালো একটা সুযোগ আছে। বিশেষ করে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে। কারণ গত দুই-আড়াই বছর ধরে বাংলাদেশ যেমন ক্রিকেট খেলছে, আক্রমণাত্মক মেজাজে খেলছে। সবাই কম-বেশি অবদান রাখছে যে যার বিভাগ থেকে।’

সীমিত ওভারের ক্রিকেটে বাংলাদেশের সাফল্যে বড় অবদান রাখছেন পেসাররা। যেটি তৃপ্তি দিচ্ছে মাহমুদউল্লাহকে ‘আমাদের বোলিং আক্রমণ বিশেষ করে আমাদের পেস বোলিং বিভাগটা এখন আরো ভালো। আমার মনে হয় খুব ভালো একটা সিরিজ হবে। খুব চ্যালেঞ্জিং একটা সিরিজ হবে।’

অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে অনুষ্ঠিত ২০১৫ বিশ্বকাপে টানা দুই ম্যাচে সেঞ্চুরি করেছিলেন মাহমুদউল্লাহ। যার একটি নিউজিল্যান্ডের বিপক্ষেও। অ্যাডিলেডে ইংল্যান্ডের বিপক্ষে ১০৩ রানের পর হ্যামিল্টনে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলেছিলেন ক্যারিয়ার সেরা ১২৮ রানের দারুণ ইনিংস। ম্যাচটিও প্রায় জিতেই যাচ্ছিল বাংলাদেশ। তবে শেষ মুহূর্তে হেরে যায় তারা। এবারের নিউজিল্যান্ড সফরটা উপভোগ করতে চান মাহমুদউল্লাহ, ‘ব্যক্তিগতভাবে বললে কন্ডিশনটা ভিন্ন, বড় চ্যালেঞ্জ। তবে আমি সেই চ্যালেঞ্জ নিব। আমি উপভোগ করার চেষ্টা করব।’

 

 

সূত্র :রাইজিংবিডি