নিউজিল্যান্ডকে হারানোর বিরাট সুযোগ : রাসেল ডমিঙ্গো

সিল্কসিটিনিউজ ডেস্ক: নিউজিল্যান্ডের মাটিতে স্বাগতিকদের বিপক্ষে এখন পর্যন্ত সব ফরম্যাটে ২৬ ম্যাচ খেলে একটিও জয় পায়নি বাংলাদেশ। হারগুলোও হয়েছে খুব বাজেভাবে। এবারের সফরে স্বাগতিক দলে নেই নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন আর অভিজ্ঞ ব্যাটসম্যান রস টেইলর। তাই এবার কিউইদের হারানোর বিরাট সুযোগ দেখছেন জাতীয় দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। তাছাড়া এবার সফর শুরুর আগে ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল বলে গেছেন, তারা নতুন কিছু করতে চান।

আজ বৃহস্পতিবার ডানেডিনে এক সংবাদ সম্মেলনে কোচ ডমিঙ্গো বলেন, ‘বাংলাদেশের কোনো দল আগে যা করতে পারেনি, এবার আমাদের জন্য সেটা করে দেখানোর দারুণ সুযোগ। আমরা সবাই এটি নিয়ে রোমাঞ্চিত। বাংলাদেশ দলের সঙ্গে নিউজিল্যান্ডে আমার এটি প্রথম সফর। দক্ষিণ আফ্রিকার হয়ে আগে এখানে এসেছি, জানি এখানে কাজটা কতটা কঠিন। তবে তরুণ ক্রিকেটারদের জন্য এটি বড় সুযোগ। এই মুহূর্তে, ৫০ ওভারের ক্রিকেটেই আমরা সবচেয়ে শক্তিশালী। বিশ্বকাপে দলের পারফরম্যান্স আর ক্রিকেটারদের গড় দেখলে, ওয়ানডেতে আমাদের পরিসংখ্যান বেশ ভালো। এটিই আমার সবচেয়ে বেশি শক্তির জায়গা।’

ডমিঙ্গো আরও বলেন, ‘বছর তিনেকের মধ্যে বিশ্বকাপ আছে, নিউজিল্যান্ড বিশ্বের শীর্ষ দলগুলির একটি। ভারতে অনুষ্ঠেয় টুর্নামেন্টে সত্যিকার অর্থেই প্রতিদ্বন্দ্বিতা করতে হলে, এরকম সিরিজেই দারুণ কিছু করতে হবে। প্রাথমিক সূচিতে ছিল, ক্রাইস্টচার্চে কোয়ারেন্টিন শেষ হওয়ার তিন দিন পর প্রথম ওয়ানডে। পরে সূচিতে বদল আনা হয়েছে। ক্রাইস্টচার্চে ব্যক্তিগত অনুশীলন শেষে কুইন্সটাউনে দারুণ একটি সপ্তাহ কাটিয়েছি আমরা। প্রস্তুতি নিখুঁত হয়েছে। লকডাউন কঠিন ছিল, কিন্তু কোনো অভিযোগ নেই। গত তিন সপ্তাহে ছেলেরা যেভাবে সাড়া দিয়েছে, ওদের নিয়ে আমি গর্বিত।’