নিউইয়র্কে বেড়ে ওঠা মেয়েদের দেশীয় ছেলেদের বিয়ে করতে অনাগ্রহ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

নিউইয়র্কে বেড়ে ওঠা মেয়েদের বেশিরভাগই নিজ দেশের ছেলেদের বিয়ে করার বিষয়ে আগ্রহী নয়। সম্প্রতি ‘কানেক্ট বাংলাদেশ’ এর একটি জরিপে এ তথ্য বের হয়ে এসেছে। জরিপে অংশ নেয়া ৯০ জন কিশোর কিশোরীর কাছে বাংলাদেশ সম্পর্কিত বিভিন্ন প্রশ্ন রাখা হয়েছিল।

নিউইয়র্কের বিশিষ্ট চিকিৎসক ডা. ফেরদৌস খন্দকারের উদ্যোগে অঙ্কুর নামে একটি অলাভজনক সংগঠনের পক্ষে সম্প্রতি একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। কর্মসূচিটির লক্ষ্য হচ্ছে প্রবাসে বেড়ে ওঠা আগামী প্রজন্মের সঙ্গে বাংলাদেশকে পরিচয় করিয়ে দেয়া। সেই অনুষ্ঠানে এবং পরে এ জরিপটি চালানো হয়।

এতে অংশ নেয়াদের মধ্যে ৫৮ জনের বয়স ছিল ১১ থেকে ১৮ বছর, ১৬ জনের বয়স ছিল ১৯ থেকে ২৬ বছর এবং ১৪ জনের বয়স ছিল ৩ থেকে ১০ বছর।

একটি প্রশ্নের উত্তরে ৯৬ শতাংশ বলেছে, তারা বাংলাদেশে ভ্রমণ করেছে। মাত্র ৪ শতাংশ এখনো বাংলাদেশ দেখেনি। তাদের মধ্যে বেশিরভাগই বলেছে প্রিয় দেশে মুগ্ধ তারা। এর কারণ হিসেবে তারা সবুজ শ্যামল দেশটির প্রতি নিজেদের ভালো লাগার কথা তুলে ধরেছে। দেশের মানুষ খুব বন্ধু পরায়ণ, পারিবারিক বন্ধন খুব শক্ত, সামাজিক মূল্যবোধের কথাও তুলে ধরেছে তারা। তবে খুব অল্প কয়েকজন বলেছে দূষণ, ঘণবসতি, বিশৃঙ্খলা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, রাজনৈতিক অস্থিরতাসহ কিছু কারণে তাদের বাংলাদেশ ভ্রমণের অভিজ্ঞতা ভালো হয়নি।

একটি উত্তরে জরিপে অংশ নেয়া শতভাগ কিশোর কিশোরী বলেছে একজন বাংলাদেশি বংশোদ্ভূত হিসেবে তারা গর্বিত। তাদের প্রায় সবাই বাংলাদেশের উন্নয়নে ভূমিকা রাখতে চায়।

প্রকল্পটির উদ্যোক্তা ডা. ফেরদৌস খন্দকার বলেছেন, ‘দেখুন আমরা কিছু প্রশ্ন রেখে কিশোর ও কিশোরীদের কাছ থেকে বাংলাদেশ সম্পর্কে প্রতিক্রিয়া জানতে চেয়েছিলাম। এটা তাৎক্ষণিকভাবে তাদেরকে দেয়া। এরপরও খুব ভাল কিছু পর্যবেক্ষণ আমরা পেয়েছি। ভাল লেগেছে, প্রবাসে বেড়ে উঠলেও, শিশু কিশোররা বাংলাদেশ নিয়ে ভাবে। দেশের উন্নয়নে ভূমিকা রাখতে চায়।

কিশোর কিশোরীদের বাংলাদেশিদের বিয়ে করার ভাবনা বিষয়ে জানতে চাইলে ডা. ফেরদৌস খন্দকার বলেন, ‘পুরো বিষয়টি হয়তো তাদের তাৎক্ষণিক প্রতিক্রিয়া। অবস্থা ও কালের পার্থক্যে এমনও হতে পারে, এই প্রশ্নের উত্তরে কিছু তারতম্য হতে পারে। কিন্তু আপাতত আমরা যে উত্তর পেয়েছি, সেটাই কেবল সবার সামনে তুলে ধরেছি’ ।

ভবিষ্যতে ফ্লোরিডা, ক্যালিফোর্নিয়া, বস্টন, ওয়াশিংটন ডিসিসহ বিভিন্ন স্টেটে ‘কানেক্ট বাংলাদেশ’ কর্মসূচি চালানো হবে। সেই সঙ্গে অন্যান্য স্টেটেও এমন জরিপ চালানোর পরিকল্পনার কথা তুলে ধরেন ডা. ফেরদৌস খন্দকার। তখন উত্তরের পাশাপাশি, কিশোর কিশোরীদের ভাবনাগুলোর ব্যাখ্যাও জানতে চাওয়া হবে। পরে প্রতিবেদন আকারে তা প্রকাশ করা হবে।