নাসিরনগরে গ্রেপ্তার আরো ৯

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দুদের বাড়িঘরে হামলা ও ভাংচুরের ঘটনায় আরো নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে তিন দিনে গ্রেপ্তার হওয়া মানুষের সংখ্যা দাঁড়াল ৫৩ জনে।

 

গতকাল শনিবার রাতে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে পুলিশ নয়জনকে গ্রেপ্তার করে।

 

নাসিরনগর  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর আহমেদ জানান, অভিযানে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের থানায় রাখা হয়েছে।

 

এদিকে, নাসিরনগরে আর কোনো অঘটন ঘটেনি। উপজেলা সদরসহ বিভিন্ন স্থানে পুলিশ, র‍্যাপিড অ্যাকশন ব্যাটায়িন (র‍্যাব), বর্ডার গার্ড বাংলাদেশসহ (বিজিবি)আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর ৫০০ সদস্য মোতায়েন রয়েছে।

 

সৃষ্ট পরিস্থিতি নিয়ে আজ রোববার দুপুরে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হক স্থানীয় ডাক বাংলোতে সাংবাদিক সম্মেলন করবেন। এ ছাড়া কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দীকি আজ দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করবেন।

 

গত শুক্রবার রাতে মন্দিরে হামলা ও বাড়িঘর ভাঙচুরের ঘটনায় ৩৩ জনকে গ্রেপ্তার করে পুলিশ ।

 

গত ২৮ অক্টোবর নাসিরনগর উপজেলার হরিপুর ইউনিয়নে এক যুবক পবিত্র কাবাঘরের ছবি সম্পাদনা করে ফেসবুকে পোস্ট করে বলে অভিযোগ পাওয়া যায়। এরপর স্থানীয় লোকজন তাঁকে পুলিশে সোপর্দ করে।

 

এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে শনিবার দিনভর নাসিরনগর সদর উত্তাল হয়ে পড়ে। এ অবস্থায় ৩০ অক্টোবর উপজেলা সদরের কলেজ মোড়ে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ হয়। সমাবেশ চলাকালে সদরের কয়েকটি মন্দির ও হিন্দুদের বাড়িতে হামলা চালায় দুর্বৃত্তরা।

 

এ ঘটনার রেশ না কাটতেই গত শুক্রবার একই উপজেলায় হিন্দুদের পাঁচটি ঘরে আগুন দেয় দুর্বৃত্তরা।

সূত্র: এনটিভি