নাসিক নির্বাচনে ওপরে ফিটফাট-ভেতরে ষড়যন্ত্র: খালেদা

সিল্কসিটিনিউজ ডেস্ক:

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনকে ‘ওপরে ফিটফাট-ভেতরে ষড়যন্ত্র’ বলে আখ্যা দিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মঙ্গলবার রাতে বড়দিন ও নববর্ষ উপলক্ষে বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশন আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

 

বিএনপির চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে খালেদা জিয়া বলেন, ‘ভেতরে দুনিয়ার যত রকমের যড়যন্ত্র, আর বাইরে থেকে সব ফিটফাট দেখায়। এটা বাংলাদেশের মানুষ, বাইরের মানুষ এবং ছোট বাচ্চারও বোঝে। এই নির্বাচন দিয়ে সরকার খুব বাহাদুরি নিতে চাইছে যে, তাদের আমলেও নিরপেক্ষ নির্বাচন হয়।’ সহায়ক সরকার মানে, দল নিরপেক্ষ সরকার। এইরকম সরকার দিয়ে নির্বাচন নিরপেক্ষ হবে না বলেও মন্তব্য করেন তিনি।

দেশে জঙ্গি ও সন্ত্রাসবাদের সঙ্গে আওয়ামী লীগ জড়িত উল্লেখ করে বিএনপি প্রধান বলেন, ‘তাদের (আওয়ামী লীগ) ধরলেই জঙ্গি ও সন্ত্রাস বন্ধ হবে। এই অবস্থার জন্য প্রশাসন এবং সরকার দায়ী।’

যুবদল সভাপতি অ্যালবার্ট ডি কস্তার সভাপত্বিতে অনুষ্ঠানে খিস্ট্রান সম্প্রদায়ের নেতা ছাড়াও আরও উপস্থিত ছিলেন বিএনপির মহসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আব্দুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায় ও নজরুল ইসলাম খান।

সূত্র: বাংলা ট্রিবিউন