নারী ও শিশুর প্রতি নির্যাতন প্রতিরোধে এসিডির নাটক প্রদর্শন

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ এবং করোনাভাইরাস সম্পর্কে সচেতনতামুলক নাটক প্রদর্শন করা হয়েছে । বেসরকারি সংস্থা ব্র্যাকের সহযোগিতায় অ্যাসোসিয়েশন ফর কম্যুনিটি ডেভেলপমেন্ট (এসিডি) বুধবার ২৫ নভেম্বর বিকালে নগরের হরিজনপল্লী হেঁতমখা এলাকায় এর আয়োজন করে।

এসময় হরিজনপল্লী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি শ্রী হরিলাল বলেন, কোভিড-১৯ করোনাভাইরাস এর সময়ে এই নাটকের মাধমেনারী ও শিশুর প্রতি নির্যাতন প্রতিরোধে বিশেষ করে বাল্যবিয়ে, যৌতুক, বহুবিবাহ, যৌনহয়রানি ও নির্যাতন, পারিবারিক নির্যাতন প্রভৃতি প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবে।এবং শ্রী শেখর হেলামন্ডল বলেন, নারী ও শিশুনির্যাতন প্রতিরোধে নিজের পরিবারকে এবং অন্য পরিবার গুলোকে সচেতন করবেন।

উক্ত স্থানে হরিজনপল্লীর বিভিন্ন ওয়ার্ড থেকে অভিভাবক, কিশোর কিশোরী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিল।

স/রি