নামের বানানে সাংবাদিকদের ভুল শুধরে দিলেন মাহমুদউল্লাহ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

জাতীয় লিগের ঢাকা মেট্রোপোলিসের বিপক্ষে দুর্দান্ত খেলে মাহমুদউল্লাহ রিয়াদ ম্যাচসেরা হয়েছেন।  গতকাল বিকেলে ম্যাচের আনুষ্ঠানিকতা শেষে নিজে থেকেই এগিয়ে এলেন গণমাধ্যমের সঙ্গে কথা বলতে। নিজের পারফর্মেন্স, দলীয় পারফর্মেন্সসহ জাতীয় লিগ নিয়েও কথা  বলেন তিনি।

একবারে শেষে একজন প্রশ্ন করেন, বাংলায় আপনার নামের বানান কী হবে? এই প্রশ্ন হেসে ফেলেন তিনি। তবে বানানটা বলেও দিয়েছেন।  প্রতিটা অক্ষর উচ্চারণ করে নিজের নামের বানান বললেন তিনি।

অনেকেই তার নামের বানান ‘মাহমুদুল্লাহ’ লিখলেও মূলত হবে ‘মাহমুদউল্লাহ।’

চট্টগ্রাম বিভাগ ও ঢাকা মেট্রোপোলিসের মধ্যকার খেলায় ম্যাচসেরা নির্বাচিত হয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। ম্যাচটি ড্র হলেও জাতীয় দলের অন্যতম খেলোয়াড় ব্যাট বল হাতে দুর্দান্ত খেলেন। প্রথম ইনিংসে ৬৩ রানের পর দুই ইনিংস মিলিয়ে ছয় উইকেট নেন তিনি। দ্বিতীয় ইনিংসে ব্যাট করার সুযোগ পাননি।

জাতীয় লিগ নিয়ে মাহমুদউল্লাহ বলেন, ‘যেহেতু আমাদের আগে থেকেই বলা হয়েছিল যে দুটি থেকে তিনটি ম্যাচ খেলতে হবে, কোচ আমাদের নির্দেশনা দিয়ে দিয়েছিল। সবাই মোটামুটি এই জাতীয় লিগ নিয়ে অনেক ফোকাস ছিল। সবাই যে যার তরফ থেকে চেষ্টা করছে।’