বৃহস্পতিবার , ১৩ জুন ২০২৪ | ১২ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

নাফিউল হকের কবিতা

Paris
জুন ১৩, ২০২৪ ৪:২৭ অপরাহ্ণ

বাজনা

বাজনার ভেতর বাজনা বসিয়ে
নিজেকে অতিক্রম করে
পৌঁছে যাই তোমার কাছে।

একবার পৌঁছালেই,
আমার সকল অসুখ সেরে যায়।

অন্ধকার

অন্ধকার পড়তে শিখিনি ঠিক
তবুও তোমাকে খুঁজে পেয়ে যাই।

তালুতে অন্ধকার এঁকে
একদিন অন্ধকার পড়তে শিখলাম।
আর তুমি শিখে গেলে পুড়তে।
আগুনপাঠ করতে করতে
একদিন তুমি ডুব দিলে জলে
আর আমি অন্ধকার পড়তে পড়তে
ডুব দিলাম তোমার ভেতর।

জাদুঘর

রাস্তায় হাঁটতে হাঁটতে
তোমার ছায়াকে ফুল মনে করে ছবি তুলি।

তারপর সেই ছবি টাঙিয়ে রাখি
আমার জাদুঘরে।

সর্বশেষ - শিল্প ও সাহিত্য