নানা নাটকীয়তার পর ব্যাডমিন্টনে অ্যাডহক কমিটি

বহুল আলোচিত বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনে অ্যাডহক কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। গত ২৩ ফেব্রুয়ারি ছিল ফেডারেশনের নির্বাচন; কিন্তু তিন পক্ষ সমঝোতা করে ভোট বর্জন করেছিল।

ভোটাররা উপস্থিত থেকেও কোনো ভোট দেননি। শূন্য ভোটে শেষ হয়েছিল বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের নাটকীয় নির্বাচন।

জাতীয় ক্রীড়া পরিষদের হাতে আরেকটি অ্যাডহক কমিটি গঠন করা ছাড়া কোন উপায় ছিল না। প্রতিষ্ঠানের পরিচালক শাহআলম সরদারকে সাধারণ সম্পাদক করে ৭ সদস্যের অ্যডহক করেছে জাতীয় ক্রীড়া পরিষদ।

অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে আব্দুল মালেককেই রাখা হয়েছে। কমিটির পাঁচ সদস্যই জাতীয় ক্রীড়া পরিষদের কর্মকর্তা। তারা হলেন- মো. ফজলে এলাহী, কাজী নজরুল ইসলাম, মাহমুদ হোসেন খান দুলাল, সৈয়দা তাসলিমা আক্তার ও মো. নিয়াজুল হাসান খান।

এই কমিটি কতদিন দায়িত্ব পালন করবে এবং কতদিনের মধ্যে নির্বাচন দিয়ে নতুন কমিটির কাছে দায়িত্ব হাস্তান্তর করবে তার কোন সময়সীমা বেঁধে দেয়নি জাতীয় ক্রীড়া পরিষদ।

 

সূত্রঃ জাগো নিউজ