নানা কর্মসূতিতে রাজশাহী বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের উদ্যোগে জেলহত্যা দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক:

শোক ও বিনম্র শ্রদ্ধায় রাজশাহী বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের উদ্যোগে ‘জেলহত্যা দিবস’ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে বৃহস্পতিবার (৩ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর ও মুক্তিযুদ্ধের সংগঠক জাতীয় চার নেতাসহ ১৫ আগস্ট ও মুক্তিযুদ্ধের সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে বঙ্গবন্ধু রাজশাহী প্রকৌশলী পরিষদ রাজশাহীর উপশহর দারুল উলুম মাদ্রাসায় পবিত্র কোরআন খতম,দোয়া ও মাদ্রাসার ছাত্রদের মাঝে খাবার বিতরণ করা হয়।

এসময় বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের পক্ষ হতে উপস্থিত ছিলেন- প্রকৌশলী মো. হারুন অর রশীদ, প্রকৌশলী আসিফ আল আমিন সাফি, প্রকৌশলী মো. রাইসুল ইসলাম রোজ, প্রকৌশলী মো. নাঈম রহমান নিবিড়, প্রকৌশলী মো, নাসির উদ্দীন শাহ, প্রকৌশলী মো. সামিউল ইসলাম রবিন, প্রকৌশলী মো. মাহবুর রহমান, প্রকৌশলী মোহা. ইসফাক ইয়াসশির ইপু, প্রকৌশলী তাপস কুমার সরকার, প্রকৌশলী মো. মাসুম বাবু, প্রকৌশলী মো. শাহানুর আলম, প্রকৌশলী মো. সাদিকুর রহমান, প্রকৌশলী মাহবুব সালাম সেতু, প্রকৌশলী মামুন অর রশিদ, প্রকৌশলী জামিল আকতার,  প্রকৌশলী সুব্রত কুমার ঘোষ, প্রকৌশলী তৌসিফ আহমেদ আকাশ,  প্রকৌশলী সারোয়ার হোসেনসহ আরো অনেকে।

এস/আই