নানা কর্মসূচিতে রাজশাহী মহানগরীর ১২ থানার উদ্যোগে ৭ মার্চ পালন

৭ মার্চ উপলক্ষে নগরীর কাশিয়াডাঙ্গা থানার উদ্যোগে কেক কাটা অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক:

কাশিয়াডাঙ্গা, কাটাখালী ও রাজপাড়া থানাসহ রাজশাহী মহানগরীর ১২ থানায় নানা কর্মসূচিতে ঐতিহাসিক ৭ মার্চ ও বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে আনন্দ উদযাপন কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার (০৭ মার্চ) বিকালে বাংলাদেশ পুলিশের আয়োজনে সারাদেশের ন্যায় একযোগে নগরীর এই ১২ থানায় এসব কর্মসূচি পালিত হয়। কর্মসূচির মধ্যে ছিল ৭ মার্চ উপলক্ষ্যে ঢাকায় অনুষ্ঠিত আলোচনা সভা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সরাসরি সম্প্রচার, কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

কাশিয়াডাঙ্গা থানা: দিবসটি উদযাপন উপলক্ষ্যে বিকাল ৪টায় কাশিয়াডাঙ্গা থানা এলাকার গোলজারবাগ উচ্চ বিদ্যালয় মাঠে ঢাকায় অনুষ্ঠিত আলোচনা সভা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সরাসরি সম্প্রচার, কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম মাসুদ পারভেজের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন- রাজশাহী মহানগর পুলিশের উপ-কমিশনার (কাশিয়াডাঙ্গা বিভাগ) মো. মনিরুল ইসলাম।

থানার উপ-পরিদর্শক (এসআই) মশিউর রহমানের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি ছিলেন- রাজশাহী মহানগর পুলিশের সহকারি কমিশনার (কাশিয়াডাঙ্গা বিভাগ) উৎপল কুমার চৌধুরী, রাজশাহী সিটি কর্পোরেশনের ১ নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র-২ মো. রজব আলী, রাজশাহী জেলা কৃষক লীগের সভাপতি মো. রবিউল আলম বাবু, রাজশাহী জেলা শ্রমিক লীগের সভাপতি মো. আব্দুল্লাহ খান, কাশিয়াডাঙ্গা কলেজের অধ্যক্ষ মো. গোলাম গাউস, ১ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মো. আব্দুর রউফ, গোলজারবাগ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমজাদ হোসেন।

কাটাখালী থানা:  আলোচনা সভা, কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের মধ্যদিয়ে দিবসটি পালন করে কাটাখালী থানা। রবিবার বিকালে  অনুষ্ঠিত এই কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন- মতিহার জোনের উপ-কমিশনার বিভূতি ভূষণ ব্যানার্জী।

কাটাখালী থানা আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখছেন মেয়র আব্বাস আলী

কাটাখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমানের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি ছিলেন- কাটাখালী পৌরসভার মেয়র মো. আব্বাস আলী, ইউসুফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিউল আলম রতন, হরিয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজুল ইসলাম বাচ্চু, পবা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মতাহার হোসেন প্রমুখ।

 রাজপাড়া: রাজপাড়া থানার আয়োজনে থানার ওসি মো. মাজহারুল ইসলামের সভাপতিত্বে একই সময়ে অনুষ্ঠিত কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন- রাজশাহী-০২ (সদর) আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা। এসময় এলাকার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এছাড়া নগরীর অন্য ১০টি থানায় ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষ্যে একই কর্মসূচি পালিত হয়।

এএইচ/এস