নানা আয়োজনে সিংড়া থানার ১৫০ বর্ষ উদযাপন

সিংড়া প্রতিনিধি:
বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নাটোরের সিংড়া থানার সার্ধশত (১৫০ বর্ষ) উদযাপিত হয়েছে। শনিবার বিকেলে সিংড়া থানা পুলিশের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি শেষে কোর্ট মাঠে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে নাটোর পুলিশ সুপারের (এসপি) সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার। বিশেষ অতিথি ছিলেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব এন.এম জিয়াউল আলম, রাজশাহী রেঞ্জের ডিআইজি এম খুরশীদ হোসেন, নাটোর জেলা প্রশাসক শাহরিয়াজ প্রমুখ। অনুষ্ঠানে নিহত সাব-ইন্সপেক্টর আমজাদ হোসেনের স্ত্রী শিরিন হোসেনসহ বিভিন্ন গুণী ব্যক্তিকে ক্রেস্ট প্রদান করা হয়।

সূত্রে জানা যায়, ১৫০ বছর আগে (১৮৬৯ সালের ১২ই মার্চ) নৌ দস্যুবৃত্তি প্রতিরোধের লক্ষ্যে তৎকালীন ব্রিটিশ সরকার চলনবিলের মাঝে সিংড়া থানা পুলিশ স্টেশন প্রতিষ্ঠা করেন।

স/শা