নাটোর-১ আসনে প্রতীক নিয়ে ভোটের মাঠে ছয় প্রার্থী

বাগাতিপাড়া প্রতিনিধি:

নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে প্রতীক বরাদ্দ পেয়েছেন ৬ জন প্রার্থী। নাটোর রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. শাহরিয়াজ আনুষ্ঠানিকভাবে সোমবার সকাল থেকে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেন। প্রতীক নিয়ে রিটার্নিং অফিসারের কার্যালয়ের সামনে থেকে প্রচার শুরু করেন অনেকেই।

এবার এ আসনটিতে অনেক নাটকীয়তার পর ছয়জন প্রার্থী সর্বশেষ প্রতীক বরাদ্দ পেয়ে ভোটের মাঠে লড়াইয়ে নেমেছেন।

প্রার্থীদের মধ্যে আওয়ামীলীগের শহিদুল ইসলাম বকুল নৌকা, ঐক্যফ্রন্ট থেকে কৃষক শ্রমীক জনতা লীগের মুনজুরুল ইসলাম বিমল ধানের শীষ এবং জাতীয় পার্টির আবু তালহা লাঙ্গল প্রতীক বরাদ্দ পেয়েছেন।

এছাড়াও অপর তিন প্রার্থীর মধ্যে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কাস পার্টির মো. আনছার আলী পেয়েছেন কোদাল, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. খালেকুজ্জামান হাতপাখা এবং বাংলাদেশ মুসলিম লীগ থেকে মো. মাকসুদুর রহমান হাত (পাঞ্জা) প্রতীক বরাদ্দ পেয়েছেন।

স/অ