নাটোর রেলওয়ে স্টেশন থেকে ট্রেনে কাটা পড়া যুবকের লাশ উদ্ধার


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সান্তাহার রেলওয়ে থানাধীন নাটোরে ট্রেনে কাটা পড়ে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তি (৩৭) নিহত হয়েছে। বৃহস্পতিবার(১৮ মার্চ) ভোরে নাটোর রেল স্টেশনের রেল গেটের পাশে তার মরদেহ পড়ে থাকতে দেখে গেটম্যানরা কর্তৃপক্ষকে জানায়। পরে সকালে রেল পুলিশ মরদেহ উদ্ধার করে নাটোর সদর হাসপাতালের মর্গে ময়না তদন্ত শেষে আঞ্জুমান মফিদুল ইসলামের মাধ্যমে দাফন করা হয়।

এ ঘটনায় সান্তাহার রেলওয়ে থানায় একটি অপমৃত্য মামলা দায়ের করা হয়েছে।

সান্তাহার রেলওয়ে থানার উপ-পরিদর্শক নজররুল ইসলাম জানান, বেশ কিছু দিন ধরে নাটোর স্টেশনে বিবস্ত্র অবস্থায় ঘোরাফেরা করছিল। সে মানসিক ভারসাম্যহীন ছিল। বৃহস্পতিবার ভোরের দিকে ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগর এক্সেপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যায়। তবে তার নাম ও পরিচয় পাওয়া যায়নি।

স/জে