নাটোরে বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষ: নিহত ১০

নিজস্ব প্রতিবেদক,নাটোর:

নাটোরের বড়াইগ্রামে বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে ১০ জন নিহত হয়েছে বলে জানা গেছে। আহত হয়েছে আরও কয়েকজন। আজ শনিবার বিকেল সোয়া চারটার দিকে বড়াইগ্রামের ক্লিকের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে দুই শিশু, তিন নারী এবং বাকিরা পুরুষ যাত্রী। তাদের বেশিরভাগই লেগুনার যাত্রী বলে জানা গেছে।

নাটোর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার গোলাম মহিউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

সংঘর্ষের পর যাত্রীবাহী বাস খাদে পড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা সেখানে পৌছে। খাদে পড়া বাস থেকে যাত্রীদের উদ্ধার করা হচ্ছে বলে এই প্রতিবেদন লেখা পর্যন্ত জানা গেছে।

স্থানীয়রা জানান, বিকাল ৪টার দিকে পাবনা থেকে রাজশাহীগামী চ্যালেঞ্জার পরিবহনের একটি যাত্রীবাহি বাসের( ঢাকা মেট্রো-চ.৫৬৫৯) সাথে বনপাড়া থেকে ঈশ্বরদীগামী লেগুনার সংঘর্ষ ঘটে। এ রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধার কাজ চলছিলো। নিহতের পরিচয় তাৎক্ষনিকভাবে পাওয়া যায়নি। তবে নিহতের অধিকাংশই নাটোর ও পাবনা জেলার বাসিন্দা।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসূন নূর ঘটনার সত্যতা স্বীকার করে জানান, উদ্ধার কাজ চলছে।

স/শ