নাটোরে বাস ও পাওয়ার ট্রলির সংঘর্ষে নিহত চালক ও আহত ৫

নাটোর প্রতিনিধি:
নাটোরের গুরুদাসপুরের নয়াবাজারে বাস ও পাওয়ার ট্রলির সংঘর্ষে ট্রলির চালক নিহত ও বাসের ৫ যাত্রী আহত হয়েছে। আজ সোমবার সকাল ৮টার দিকে উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের নয়াবাজার এলাকায় এই দূর্ঘটনা ঘটে। তবে এখনও পর্যন্ত নিহত ও আহতদের কারোও পরিচয় পাওয়া যায়নি। আহতদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বনপাড়া হাইওয়ে থানার ইনচার্জ শামসুন নুর ও নাটোর ফায়ার সার্ভিসের সদস্য হারুনুর রশীদ জানান,ঢাকা থেকে পাবনাগামী যাত্রীবাহী একটি বাস গুরুদাসপুরের নয়াবাজার এলাকায় পৌছালে বিপরীতমুখি মাটিকাটা ভেকু মেশিন বহনকারী একটি পাওয়ার ট্রলির সাথে সংঘর্ষ হয়।
এতে পাওয়ার ট্রলিটি নিয়ন্ত্রন হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে ঘটনাস্থলেই ট্রলির চালক মারা যায় এবং বাসের অন্তঃত আরো ৫ যাত্রী আহত হয়। খবর পেয়ে নাটোর থেকে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করে।
আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক। তবে এখনও পর্যন্ত নিহত বা আহত কারো পরিচয় পাওয়া যায়নি।
স/আ