নাটোরে তিনদিন ব্যাপি ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু

নাটোর প্রতিনিধি:
নাটোরে আজ থেকে শুরু হয়েছে তিন দিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা। এই উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে সোমবার সকালে মাদ্রাসা মোড় থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

পরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে পায়রা উড়িয়ে এবং ফিতা কেটে তিনদিনের মেলার উদ্ধোধন করেন নাটোর-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস এবং নাটোর-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম আজাদ।

জেলা প্রশাসক শাহিনা খাতুনের সভাপতিত্বে অতিথিরা বক্তব্য রাখেন। স্থানীয় কানাইখালি মাঠে এবারের তিন দিনের মেলায় সাংস্কৃতিক অনুষ্ঠান, গম্ভীরা এবং ডিজিটাল কন্টেট নিয়ে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এবারের মেলায় সরকারী-বেসরকারী অন্তত ১২০টি স্টল অংশ গ্রহন করছে।

 

স/আ