নাটোরে কোটি টাকা মূল্যের কষ্ঠি পাথরের মূর্তি উদ্ধার

নিজস্ব প্রতিবেদক,নাটোর:
নাটোরে গোয়াল ঘরের ভিতর থেকে মাটি খুঁড়ে কোটি টাকার বিষ্ণমূর্তি উদ্ধার করেছে জেলা প্রশাসন। শনিবার রাত ৮টার দিকে সদর উপজেলার পশ্চিম হাগুড়িয়া এলাকায় এনডিসি অনিন্দ মন্ডলের নেতৃত্বে অভিযান চালিয়ে মুর্তিটি উদ্ধার করা হয়।

পুলিশ ও জেলা প্রশাসন সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে সদর উপজেলার পশ্চিম হাগুড়িয়া এলাকার কালু প্রামানিকের বাড়িতে জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টরেট (এনডিসি) অনিন্দ মন্ডলের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এ সময় কালু প্রামানিকের গোয়ালঘরের ভিতরে মাটি গর্ত করে প্লাস্টার করা অবস্থায় কালো পাথরের একটি বিষ্ণমূর্তি রাখা হয়।

পরে সেখান থেকে মাটি খুঁড়ে রাত ৮টার দিকে বিষ্ণু মুর্তিটি উদ্ধার করা হয়। তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
নাটোর নেজারত ডেপুটি কালেক্টরেট (এনডিসি) অনিন্দ মন্ডল জানান, উদ্ধার করা কষ্ঠি পাথরের অনুমানিক ওজন ৭ কেজি।

স্থানীয় স্বর্ণকার ব্যবসায়ীদের হিসাব অনুযায়ী কষ্ঠি পাথরের বিষ্ণু মুর্তিটির আনুমানিক মূল্য ৭ থেকে ৮কোটি হতে পারে। তবে পাথর অনুযায়ী মূল্য আরো বেশি হতে পারে। বর্তমানে কষ্ঠি পাথরের মুর্তিটি জেলা প্রশাসনের ট্রেজারি শাখায় রাখা হয়েছে।
স/শ