নাটোরে এইচএসসি’র প্রশ্নপত্র ফাঁসকারী চক্রের সদস্য আটক 

নিজস্ব প্রতিবেদক:
নাটোরে এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসকারী চক্রের সদস্যকে আটক করেছে রাজশাহী র‌্যাব-৫ এর সদস্যরা। আজ সোমবার (০৮ এপ্রিল) বেলা সোয়া ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নাটোরের গুরুদাসপুর উপজেলার লক্ষ্মীপুর গ্রামে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আটককৃত হলেন, নাটোরের গুরুদাসপুর উপজেলার লক্ষ্মীপুর গ্রামে ইসমাইল হোসেনের ছেলে রিপন আলী (২৩)। বিকেলে র‌্যাব-৫ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

র‌্যাব-৫ জানায়, এসময় তার কাছ থেকে ৩টি মোবাইল সেট, পাঁচটি সিমকার্ড ও বেশকিছু মোবাইলের স্ক্রিনশট জব্দ করা হয়েছে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেশব্যাপি এই যুবক এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করে আসছিল৷

র‌্যাব আরো জানায়, গোপন তথ্যের ভিত্তিতে অনেক চেষ্টার পর তাকে শনাক্ত করা হয়। পরে আজ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এই যুবক সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেশব্যাপী এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস চক্রের অন্যতম সদস্য। তাই জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে এই ঘটনায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হবে বলে জানানো হয়।

 

স/আ