নাটোরে আগুনে পুড়ে আহত ২, গৃহপালিত পশুসহ পুড়ে গেছে দুইটি ঘর

নিজস্ব প্রতিবেদক, নাটোর:
নাটোর সদর উপজেলার আগদীঘা কাটাখালি গ্রামে আগুনে পুড়ে গেছে এক কৃষেকর গৃহপালিত পশুসহ দুইটি ঘর। এ সময় আগুন নেভাতে গিয়ে স্ত্রীসহ আহত হয়েছেন বাড়ির মালিক শাহিন আলী। আহতদের নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 
নাটোর ফায়ার সার্ভিস ও বাড়ির মালিক জানান, বুধবার ভোরের দিকে গোয়াল ঘরের মশা তাড়ানোর জন্য দেয়া  ধূয়া তৈরির আগুনের কুন্ডলি (সাঁজাল) থেকে আগুনের সূত্রপাত হয়। পরে মুহুর্তের মধ্যে তা সারা ঘরে ছড়িয়ে পড়ে। এতে ঘরে থাকা দুইটি গরু, একটি  ছাগল ও কয়েকটি মুরগি পুড়ে মারা যায়। এ সময় পাশের রান্না ঘরিটও পুড়ে যায়। আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন বাড়ির মালিক শাহিন আলী ও তার স্ত্রী খুশী বেগম আহত হয়।

 

 

খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মিরা গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে ও আহতদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করে। বাড়ির মালিকের দাবী এতে তার প্রায় ৩লাখ টাকার ক্ষতি হয়েছে।

স/অ