নাটোরের সাংবাদিকদের নিয়ে পিআইবি’র দুই দিনের প্রশিক্ষণ সমাপ্ত

নিজস্ব প্রতিবেদক, নাটোর:
নাটোরের সাংবাদিকদের নিয়ে পিআইবি’র আয়োজনে সিআরসি সিডও এবং মীনা বিষয়ক দুই দিনের প্রশিক্ষণ সমাপ্ত হয়েছে। রবিবার বিকেলে নাটোর হর্টিকালচার কেন্দ্রের প্রশিক্ষণ কেন্দ্রে এ প্রশিক্ষণের সমাপনি অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ প্রেস ইনষ্টিটিউটের প্রশিক্ষক পারভীন সুলতানা রাব্বীর সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শাহিনা খাতুন।

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, হর্টিকালচার সেন্টারের উপ-পরিচালক মেফতাহুল বারী, জেলা তথ্য অফিসার সামিউল ইসলাম,প্রশিক্ষক বাংলাভিশনের সিনিয়র নিউজ এডিটর রুহুল আমীন রুশদ, নাটোর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আল মামুন প্রমুখ।


এ সময় জেলা প্রশাসক শাহিনা খাতুন বলেন, যেকোন কাজেই থাকুন না কেন প্রশিক্ষণের কোন বিকল্প নেই। নিজেদেরকে সমৃদ্ধ করতে অবশ্যই প্রশিক্ষণের মাধ্যমে জ্ঞান অর্জন করতে হবে।

পরে প্রধান অতিথি প্রশিক্ষণে অংশ গ্রহণকারী সাংবাদিকদের হাতে সার্টিফিকেট তুলে দেন। দুই দিনের এই প্রশিক্ষণে নাটোরে কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার ৩০ জন সাংবাদিক অংশ নেন।

উল্লেখ্য এর আগে গত ২৮ মার্চ থেকে তিন দিন ব্যাপী প্রশিক্ষণে নাটোরে কর্মরত প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অন-লাইন মিডিয়ার আরো ৪০ জন সাংবাদিককে পিআইবি’র বুনিয়াদী প্রশিক্ষণ দেওয়া হয়।
স/শ