নাটরে চোরাই মোটর সাইকেল উদ্ধার ও জড়িত ২ আসামী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক :

মোটরসাইকেল চোর চক্রের দুই সদস্যকে  গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫) । সেই সঙ্গে উদ্ধার করা হয়েছে চোরাইকৃত ১ টি মোটরসাইকেল । নাটোর জেলার সদর থানাধীন গোয়ালদিঘী কৃষ্ণপুর এলাকায় অভিযানে  তাঁদের গ্রেফতার করা হয়ছে ।

আসামিরা হলেন,  মো. সোহেল রানা (৩০), পিতা মো. জামাল হোসেন,  মো. সবুজ প্রামাণিক (২২),
পিতা মো.  সাইফুল ইসলাম ।

র‌্যাব এর বিবৃতিতে জানা যায় ,গত শনিবার ( ২৭ আগস্ট ) ১০:৩০ মিনিটে  বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাটোর জেলার সদর
থানাধীন গোয়ালদিঘী কৃষ্ণপুর  এলাকায় কোম্পানী অধিনায়ক, অতিঃ পুলিশ সুপার মো. ফরহাদ
হোসেন এবং কোম্পানী উপ-অধিনায়ক, সহকারী পুলিশ সুপার মো . রফিকুল ইসলাম এর নেতৃত্বে অভিযান
পরিচালনা করে একটি  মোটরসাইকেলসহ সংঘবদ্ধ চোর চক্রের ২ জন সদস্যকেে আটক করা হয়  ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা সংঘবদ্ধ চোর চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে
পরস্পর যোগসাজসে বিভিন্ন জেলা হতে মোটর সাইকেল চুরি করে মোটর সাইকেলের আকার আকৃতি
পরিবর্তন করত বিভিন্ন জেলায় বিক্রয় করে আসছে।

উপরোক্ত ঘটনায় আটককৃত ব্যক্তিদ্বয়ের বিরুদ্ধে নাটোর সদর থানায় একটি মামলা  করা হয়েছে।

জে /এইচ