নাচোল পৌরসভা নির্বাচনে ইভিএমে ভোট কারচুপির অভিযোগ বিএনপি প্রার্থীর

নাচোল প্রতিনিধি

প্রহশনের নির্বাচনে ইভিএম কারচুপির অভিযোগ তুলে ফলাফল প্রত্যাক্ষান করেছেন চাঁপাইনবাবগঞ্জের নাচোল পৌরসভার বিএনপির মনোনীত মেয়র প্রার্থী মাসউদা আফরোজা হক শুচি।

আজ রবিবার সন্ধ্যায় মাকতাপুর এলাকায় তার নিজ বাসভবনে জরুরী সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

তিনি বলেন, সকাল থেকে দুপুর একটা পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহন হলেও দুপুরের পর হতে বদলে যায় দৃশ্যপাট। তিনি আরো বলেন, ইভিএমে তাড়াতাড়ি ফলাফল প্রকাশ করায় বিএনপির নেতাকর্মীরা শঙ্খিত ফলাফল নিয়ে। ভোটকেন্দ্র থেকে এ্জেন্টদের মারধর করে বের করেন দেন। ইভিএমের কারচুপির কারণে ভোটের ফলাফল বজন করা হলো।