নাচোলে এনজিও প্রতিষ্ঠান আশা’র খাদ্য হস্তান্তর

নাচোল প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে করোনা ভাইরাস প্রতিরোধে কর্মহীন মানুষের পাশে এগিয়ে এলো বেসরকারী উন্নয়ন সংস্থা আশা। আজ রবিবার সকাল ১০ টায় নাচোল উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানার নিকট ২০০টি খাদ্য দ্রব্যের প্যাকেট হস্তান্তর করেন আশার কর্মকর্তাবৃন্দ।

খাদ্য দ্রব্য প্যাকেটের মধ্যে ছিলো ১০ কেজি চাল, ২ কেজি মসুর ডাল, ২ কেজি আলূ, ১ কেজি লবন ও ১লিটার সয়াবিন তেল।

এসময় পৌর মেয়র আব্দুর রশিদ খান ঝালূ, উপজেলা নির্বাচন অফিসার আব্দুস সামাদ,আশা’র নাচোল অঞ্চলের রিজিওনাল ম্যানেজার মাছউদুর রহমান, রহনপুর অঞ্চলের রিজিওনাল ম্যানেজার সাইদুর রহমান, নাচোল শাখার সিনিয়র ম্যানেজার শাহাবুদ্দিন আহম্মেদ,হাট রাজবাড়ি শাখার ম্যানেজার মাইনুদ্দীন আহম্মেদসহ নাচোল শাখার মাঠ সংগঠক ও স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন …

নাচোলে এবার স্কুল শিক্ষার্থীর করোনা শনাক্ত, মোট আক্রান্ত ৪