নাচোলে একটি বাড়ি হোম কোয়ারেন্টাইন

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ:

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রশাসনের হস্তক্ষেপে করোনায় আক্রান্ত সন্দেহে একটি বাড়িকে হোম কোয়ারেন্টাইন ঘোষণা করা হয়েছে।

নাচোল উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানা জানান, নাচোল পৌর এলাকার শ্রীরামপুর মোহন বাগান মহল্লার শফিকুল ইসলাম কালুর বাড়িটি হোম কোয়ারেন্টাইন রাখা হয়েছে।

কালুর ছেলে রুহুল (১৮) গত ১৫ দিন পূর্বে চট্রগ্রামে রাজ মিস্ত্রীর কাজ করে বাড়ি ফেরেন। এসময় তার শরীরে জ্বর দেখা দিলে প্রতিবেশীরা উপজেলা প্রশাসনকে অবহিত করেন।

আজ মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানা, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা সুলতানা পাপিয়াসহ জনপ্রতিনিধিরা রোগীর বাড়িতে গিয়ে ঔষুধ প্রদান করেন এবং প্রশাসনের পক্ষ থেকে ওই বাড়িটি লক ডাউন রাখা হয়েছে।

তবে এ বিষয়ে রুহুলের মাতা তহমিনা খাতুন ও বাবা শফিকুল ইসলাম জানান, তার ছেলে বর্তমানে সুস্থ রয়েছে।

স/অ