নাইজেরিয়ায় মসজিদে বোমা হামলা নিহত ৮৬

সিল্কসিটিনিউজ ডেস্ক:

নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় আদামাওয়া রাজ্যের একটি মসজিদের ভেতরে ও বাইরে দুটি আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৮৬ জন নিহত হয়েছেন। মঙ্গলবার রাজ্যটির মুবি শহরে এ হামলার ঘটনা ঘটে।

এতে অন্তত ৫৬ জন আহত হয়েছেন বলে স্বাস্থ্য কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে রয়টার্স। হামলার ধরন দেখে একে বোকো হারামের কাজ বলে মনে করা হচ্ছে; যদিও শেষ খবর পাওয়া পর্যন্ত উগ্র এ জঙ্গিগোষ্ঠীটি হামলার দায় স্বীকার করেনি। বোকা হারামের বিরুদ্ধে যুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সহযোগিতা দেয়ার প্রতিশ্রুতির একদিন পরই এ ঘটনা ঘটল।

আদামাওয়া রাজ্যের পুলিশ কমিশনার আবদুল্লাহি ইয়েরিমা জানান, মঙ্গলবার স্থানীয় সময় দুপুর ১টার দিকে আত্মঘাতী এক হামলাকারী মসজিদের ভেতরে একটি বোমার বিস্ফোরণ ঘটায়।

আতঙ্কিত মুসল্লিরা পালিয়ে যাওয়ার সময় মসজিদের ২০০ মিটার বাইরে অপর এক হামলাকারী দ্বিতীয় আরেকটি আত্মঘাতী বিস্ফোরণ ঘটায়। মুবি জেনারেল হাসপাতালের চিকিৎসাবিষয়ক প্রধান পরিচালক এজরা সাকাওয়া মসজিদে হামলায় নিহত ও আহতের সংখ্যা নিশ্চিত করেছেন।

উগ্রপন্থী জঙ্গিগোষ্ঠী বোকো হারাম ২০১৪ সালে এ আদামাওয়া রাজ্যটির নিয়ন্ত্রণ নিয়েছিল। যদিও পরের বছরের শুরুতেই সরকারি বাহিনী তাদের পিছু হটিয়ে অঞ্চলটিতে ফের নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে।

গত বছরের নভেম্বরে আত্মঘাতী বোমা হামলায় ৫০ জন নিহত হওয়ার আগপর্যন্ত মুবি শহরকে তুলনামূলক নিরাপদ বলেই বিবেচনা করা হচ্ছিল।

২০০৯ সাল থেকে আফ্রিকার সবচেয়ে জনবহুল দেশ নাইজেরিয়ায় তত্পরতা শুরু করে কট্টর উগ্রবাদী সংগঠন বোকো হারাম। জঙ্গি এ গোষ্ঠীটি প্রায়ই ভিড়ের মধ্যে আত্মঘাতী বিস্ফোরণ ঘটিয়ে তাদের উপস্থিতির জানান দিয়ে আসছে। জঙ্গিগোষ্ঠীটি এর আগে গত বৃহস্পতিবার পার্শ্ববর্তী রাজ্য বোর্নোর রাজধানী মাইদুগুরিতেও হামলা চালিয়েছিল। ওই হামলায় চারজন নিহত হন।

রয়টার্স বলছে, বোকো হারামের হামলায় দেশটিতে এরই মধ্যে ৩০ হাজারেরও বেশি লোক নিহত হয়েছেন। ঘরবাড়ি ছেড়ে পালিয়ে গেছেন অন্তত ২০ লাখ মানুষ। জঙ্গিদের এসব তৎপরতা আগামী বছর হতে যাওয়া দেশটির সাধারণ নির্বাচনে প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে।

২০১৫ সালে দায়িত্ব নেয়া প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি দেশটির উত্তরপূর্বাঞ্চলে আলাদা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠায় তৎপরতা চালানো বোকো হারামকে নির্মূল করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। জঙ্গিদের পুরোপুরি উত্খাতে দ্বিতীয় মেয়াদেও দায়িত্ব পালনের আগ্রহের কথা জানিয়েছেন তিনি। সোমবার ট্রাম্পের সঙ্গে বৈঠকে তার কাছ থেকেও জঙ্গি নির্মূলের প্রতিশ্রুতি পেয়েছেন বুহারি।

২০১৫ সালের ডিসেম্বরে নাইজেরিয়ার সরকার বোকো হারাম পরাজিত হয়েছে বলে ঘোষণা দিয়েছিল। যদিও সাম্প্রতিক মাসগুলোতে জঙ্গিগোষ্ঠীটি বেশ কয়েকটি বড় বড় হামলা চালিয়ে নিজেদের উপস্থিতির প্রমাণ দিয়ে আসছে।