মঙ্গলবার , ১১ এপ্রিল ২০১৭ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

নাইজেরিয়ার কাছে যুদ্ধবিমান বেচছে যুক্তরাষ্ট্র

Paris
এপ্রিল ১১, ২০১৭ ১১:৩৬ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বোকো হারামের বিরুদ্ধে লড়াইয়ের জন্য নাইজেরিয়ার কাছে বেশ কিছু যুদ্ধবিমান বিক্রি করছে যুক্তরাষ্ট্র।

নাইজেরিয়ার বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন ও জানুয়ারি মাসে বিমান হামলায় বেসামরিক লোক হত্যার অভিযোগ থাকার পরও দেশটির কাছে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান বিক্রির সিদ্ধান্ত সমালোচিত হচ্ছে।

বিবিসি অনলাইনের এক খবরে মঙ্গলবার এ তথ্য জানানো হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানিয়েছেন, জঙ্গিগোষ্ঠী বোকো হারামের বিরুদ্ধে লড়াইয়ে নাইজেরিয়াকে সাহায্য করতে তাদের কাছে বিমান বিক্রি করছে ট্রাম্প প্রশাসন।

তবে বিমান বিক্রির চুক্তি এখনো চূড়ান্ত হয়নি। এ জন্য কংগ্রেসের অনুমোদন লাগবে।
বোকো হারামের সশস্ত্র ধ্বংসাত্মক তৎপরতায় ২০ লাখের বেশি মানুষ উদ্বাস্তু হয়েছে। হত্যা, অপহরণ, মুক্তিপণ আদায় বোকো হারামের নিত্য নির্যাতনের ঘটনা।

নাইজেরিয়ার কাছে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান বিক্রির চুক্তিটি ৬০০ মিলিয়ন ডলারের। ওবামা প্রশাসন সম্মতি দিলেও কংগ্রেসের অনুমোদনের অপেক্ষায় তা আটকে আছে।

জানুয়ারি মাসে দেশটির উত্তর-পূর্বাঞ্চলে একটি শরণার্থী শিবিরে ভুল করে নাইজেরিয়ার বিমান বাহিনী বোমা ফেললে নারী-শিশুসহ নিহত হয় কমপক্ষে ৯০ জন। বোমা ফেলার সময়ে সেখানে ত্রাণ বিতরণের কাজ চলছিল।

সূত্র: রাইজিংবিডি

সর্বশেষ - আন্তর্জাতিক