নলডাঙ্গায় নিষিদ্ধ চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি:

নাটোরের নলডাঙ্গার বারনই নদীতে অবৈধভাবে মাছ শিকারের প্রায় ৭০ হাজার টাকা মূল্যের চায়না দুয়ারী ৩০০মিটার জাল জব্দ করা হয়েছে। পরে তা আগুনে পুড়িয়ে ধ্বংস করেছে মৎস্য বিভাগ।

সোমবার (৪ এপ্রিল) দুপুরে উপজেলার ব্রহ্মপুর বাজার এলাকা ও ইয়ারপুর এলাকায় অভিযান চালিয়ে বারনই নদী থেকে এসব জাল জব্দ  করা হয়।

অভিযান শেষে নলডাঙ্গা উপজেলা মৎস্য কর্মকর্তা সঞ্জয় কুমার সরকার বলেন, চায়না দুয়ারী জালে ছোট-বড় থেকে শুরু করে যে কোন জলজ প্রাণী একবার প্রবেশ করলে আর বের হতে পারে না। ফলে নদ-নদী, খাল-বিল ও জলাশয়ের দেশীয় প্রজাতির বিভিন্ন মাছসহ সকল প্রকার জলজ প্রাণী বিলুপ্ত হতে বসেছে। বাজারে নতুন আসা এ চায়না দুয়ারী জাল কারেন্ট জালের চেয়েও ভয়ংকর। তাই পরিবেশ ও মাছের জীববৈচিত্র্য ধ্বংসের হাত থেকে রক্ষায় চায়না দুয়ারী জাল নিষিদ্ধ করেছে সরকার।

জি/আর