নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের স্মার্ট চাষী ও মোভেবল অটোমেটিক ইরিগেশন প্রজেক্ট প্রদর্শনী 

নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সায়েন্স ক্লাবের উদ্যোগে  Rajshahi University Science Club(RUSC) ২দিন ব্যাপি আয়োজিত ৭ম জাতীয় বিজ্ঞান মেলা-২০২৩  “7th RUSC National Science Fiesta 2023” এ নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (CSE) এবং ইলেকটিক্যাল এণ্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং( EEE) বিভাগ হতে দুইটি গ্রুপ এই সাইন্স ফেস্ট এ অংশগ্রহণ করেছে।
গ্রুপ-১: টিম নাম: স্মার্ট চাষী   Smart চাষ-e
প্রজেক্ট নাম: এআই বেসড স্মার্ট ফার্মিং  AI Based Smart Farming.
প্রজেক্টের বৈশিষ্ট্য :
* জমির নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম বিশ্লেষণ করে সার নির্দেশনা প্রদান করা।
* AI টেকনোলজি ব্যবহার করে রোগ নির্ণয়, কারণ ও প্রতিকার দেয়া।
* কৃষকের জন্য বাংলা নির্দেশনা শোনার ব্যবস্থা।
* কৃষি জমির জন্য তাপমাত্রা,  বৃষ্টির পূর্বাভাস, আবহাওয়ার নির্দেশনা দেয়া।
* মাটির pH নির্ণয় করে মাটিতে বুন ও জিপসাম এর পরিমান নির্ণয় করা।
* মাটির আর্দ্রতা নির্ণয় করে সেচের পানির অপচয় রোধ করা।
গ্রুপ-২: টিম নাম: টেক টুডে( Tech Today)
প্রজেক্ট নাম : মোভেবল অটোমেটিক ইরিগেশন (Movable Autocratic Irrigation)
প্রজেক্টের বৈশিষ্ট্য :
স্বয়ংক্রিয় ভাবে গাছের টব খুঁজে তার আর্দ্রতা নির্ণয় করে তাতে প্রয়োজন অনুযায়ী তাতে পানি দেয়া। যদি পানির প্রয়োজনীয়তা না থাকে তবে অন্য টব খোজা। এই প্রজেক্ট স্বয়ংক্রিয়ভাবে এবং ম্যানুয়ালি দুই ভাবেই পরিচালনা করা যায়।
নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য ড. বিধান চন্দ্র দাস স্যার উক্ত অনুষ্ঠান পরিদর্শনে যান এবং তার মুল্যবান সময় ও বক্তব্য শিক্ষার্থীদের সাথে শেয়ার করেন।