নব্য জেএমবির অর্থদাতা আব্দুর রহমানই আবু ইব্রাহিম আল হানিফ: র‌্যাবের দাবি

সিল্কসিটিনিউজ ডেস্ক:

নব্য জেএমবির মূল অর্থদাতা আব্দুর রহমানের পরিচয় নিশ্চিত হয়েছে বলে দাবি করেছে র‌্যাব। তাদের দাবি, এই আব্দুর রহমান ওরফে সারোয়ার জাহানই ইসলামিক স্টেটের (আইএস) কথিত বাংলাদেশ প্রধান শাইখ আবু ইব্রাহিম আল-হানিফ। আইএসএর মুখপাত্র ‘দাবিক’ পত্রিকার এক প্রতিবেদনে আবু ইব্রাহিমকে আইএস-এর বাংলাদেশ প্রধান বলে উল্লেখ করে।

 

এছাড়া বৃহস্পতিবার (২০ অক্টোবর) আবদুর রহমানের ঘনিষ্ঠ সহযোগী নাফিস আহম্মেদ নয়ন ও হাসিবুল হাসানকে রাজধানীর মতিঝিল থেকে গ্রেফতার করে র‌্যাব। তাদের কাছ থেকে ২৭ লাখ ৭০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

 

এ বিষয়ে বেলা ১১টার সময় র‌্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনের বিস্তারতি জানানো হবে।

 

৮ অক্টোবর বিকালে আশুলিয়ায় একটি বাড়িতে অভিযান চালানোর সময় ৫ তলার গ্রিল কেটে লাফিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে আব্দুর রহমান। এসময় সে গুরুতর আহত হয়। র‌্যাব সদস্যরা তাকে গ্রেফতার করে এনাম মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সূত্র: বাংলা ট্রিবিউন