নবজাতকের ‘বখশিশ’ চাইতে গিয়ে ৪ হিজড়া হাসপাতালে

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ঢাকার সাভার উপজেলায় নবজাতকের ‘বখশিশ’ চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে চার হিজড়াসহ অন্তত ১০ জন আহত হয়েছে।

গতকাল রোববার রাতে উপজেলার আশুলিয়ার কাঠগড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, সম্প্রতি কাঠগড়া এলাকার বাসিন্দা কুদ্দুস মিয়ার স্ত্রীর একটি সন্তান হয়। গতকাল রাতে কয়েকজন হিজড়া তাঁর বাড়িতে গিয়ে ‘বখশিশ’ বাবদ কয়েক হাজার টাকা দাবি করে। টাকা না দেওয়ায় হিজড়াদের সঙ্গে কুদ্দুস মিয়ার বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে হিজড়ারা।

পরে হিজড়াদের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়া হয়। এ সময় চার হিজড়াসহ কমপক্ষে ১০ জন আহত হয়। তাদের সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আউয়াল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিষয়টি দুই পক্ষের উপস্থিতিতে মীমাংসা করা হয়েছে।

সূত্র: এনটিভি অনলাইন