নন্দীগ্রামে বিষপানে ব্যবসায়ীর আত্নহত্যা

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার নন্দীগ্রামে বিষপানে শাখাওয়াত হোসেন সরদার (৩৮) নামের এক ব্যবসায়ী আত্নহত্যা করেছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত শাখাওয়াত হোসেন উপজেলার সদর ইউনিয়নের শিমলা গ্রামের সাবেক ইউপি সদস্য ওসমান গণি সরদারের বড় ছেলে। পেশায় সে ধান-চাল ব্যবসায়ী ও কমিশন এজেন্ট ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার সকালে শাখাওয়াত হোসেন তার নিজ বাড়িতে বিষপান করে। পরিবারের লোকজন বিষয়টি টের পেয়ে দ্রুত তাকে নন্দীগ্রাম পৌর সদরের একটি ক্লিনিকে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

বৃহস্পতিবার সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তবে কি কারণে তিনি অত্নহত্যা করেছে তা জানা যায়নি।

নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন অত্নহত্যার বিষয়টি  নিশ্চিত করেছেন।

স/র