নদী অধিগ্রহণ বন্ধে রাজশাহীতে আন্দোলন কর্মসূচি অব্যাহত

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী শহরে পদ্মা নদীর অভ্যন্তরে জেগে ওঠা চরের জমি অধিগ্রহণ করে কারা প্রশিক্ষণ একাডেমী নির্মাণের উদ্যোগ বন্ধসহ ৬ দফা দাবিতে আন্দোলন কর্মসূচি অব্যাহত রেখেছে পরিবশেবাদী স্বেচ্ছাসেবী সংগঠন রাজশাহী বাসী, স্বাধীনতা চর্চা কেন্দ্র ও তারুণ্যের শক্তি।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় নগরীর সোনাদিঘী মোড় এলাকায় পথসভা ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেন।

রাজশাহী বাসীর আহ্বায়ক মাহবুব টুংকুর সভাপতিত্বে সংক্ষিপ্ত পথসভা কর্মসূচিতে বক্তব্য রাখেন- তারুণ্যের শক্তির আহ্বায়ক এমএ মালেক তুহিন, রাজশাহী বাসীর সদস্য সচিব নাজমুল হোসেন রাজু, স্বাধীনতা চর্চা কেন্দ্রের যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম মহব্বত, নিউ ডিগ্রী কলেজের সাবেক ভিপি রায়হান হালিম, সাবেক ছাত্রনেতা মাহফুজুল লিটন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফটোগ্রাফার হাসনাত রনি, মানবাধিকার কর্মী রফিকুল হক সেন্টু, সৈয়দ আহমদ বাবলা, পনি বিশেষজ্ঞ জাহাঙ্গীর খান, পরিবেশবিদ তোজাম হোসেন প্রমুখ।

এ সময় সংহতি বক্তব্য রাখেন- অরাজনৈতিক সামাজিক সংগঠন বঙ্গবন্ধুর বাংলাদেশ চাই আহ্বায়ক ও রাজশাহী প্রেসক্লাব সাধারণ সম্পাদক আসলাম-উদ-দৌলা।

ওই পথসভা থেকে আজ (শনিবার) সন্ধ্যা সাড়ে ৭টায় রাজশাহী বিশ্ববিদ্যালয় সংলগ্ন কাজলা গেট এলাকায় লিফলেট বিতরণ ও পথসভা কর্মসূচি পালনের ঘোষণা দেয়া হয়।

স/অ