নতুন সংস্করণের হুয়াওয়ে জিআর৩

সিল্কসিটিনিউজ ডেস্ক:

মাল্টিটাস্কিং সুবিধাযুক্ত স্মার্টফোনটিতে রয়েছে ৩ জিবি র‌্যাম, ১৬ জিবি রম যা কার্ডের মাধ্যমে ১২৮ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।

ফুল এইচডি ডিসপ্লে ৫.২ ইঞ্চি যার রেজুলেশন ১৯২০*১০৮০ পিক্সেল। ফোনটির পিছনে ১২ মেগাপিক্সেল এবং সামনে ৮ মেগাপিক্সেল ক্যামেরা আছে।

৩০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির ফোনটিতে অপারেটিং সিস্টেম অ্যান্ডয়েড ৭.১ নুগাট। আছে চতুর্থ প্রজন্মের ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। কিরিন ৬৫৫ অক্টা-কোর ২.১ ও ১.৭ গিগাহার্টজ প্রসেসর রয়েছে।

হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেডের ডিভাইস সেলস ডিরেক্টর জিয়াউদ্দিন চৌধুরী বলেন, দেশের মানুষের বাজেটের মধ্যে চাহিদার বিষয়টি মাথায় রেখে উন্নত প্রযুক্তির স্মার্টফোন বাজারে নিয়ে আসে হুয়াওয়ে। এই ফোনটিও তরুণদের লক্ষ্য করেই আনা।

এর দাম ১৯ হাজার ৯০০ টাকা।

সঙ্গে ক্রেতারা পাবেন একটি স্পোর্টস ফ্লাস্ক, একটি স্মার্টফোন রিং এবং ৩ মাসের জন্য ৩০০ মিনিট টকটাইমসহ রবির ১৫ জিবি ইন্টারনেট সুবিধা।